মুর্শিদাবাদের সুতিতে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার একাদশ শ্রেনীর এক ছাত্র।


রবিবার,১৯/০৮/২০১৮
541

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সুতিতে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার একাদশ শ্রেনীর এক ছাত্র। শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার মুকেশ কুমার এক সাংবাদিক সম্মেলনে জানান যে শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ সুতি থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে সুতি চাঁদের মোড় এলাকায় মোস্তারুল ইসলাম(১৯) নামে এক স্কুল ছাত্রকে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ১২টি ৭.৬৫mm পিস্তল, ২৪টি ম্যাগাজিন, ৮৪রাউন্ড ৭.৬৫mm তাজা কার্তুজ, ৮টি ৮mm পাইপগান, এবং ১৬রাউন্ড ৮mm তাজা কার্তুজ উদ্ধার করে। ধৃত ছাত্র মোস্তারুল ইসলাম সামসেরগঞ্জ থানার নিমতিতা সেরপুর এলাকার বাসিন্দা, যদিও ওই ছাত্র বর্তমানে মালদা জেলার কালিয়াচক থানার সুলতানগঞ্জ কলেজ মোড় এলাকার বাসিন্দা এবং ওই ছাত্র মালদা জেলার কালিয়াচক হাইস্কুলের একাদশ শ্রেনীর ছাত্র বলে জানা গিয়েছে।

https://youtu.be/dGqp81GG7Ts

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে সুতি থানা এলাকার একটি গ্রামে এক ব্যাক্তির কাছে আগ্নেয়াস্ত্র গুলি পৌছে দেবার জন্য সে এসেছিল। যদিও পুলিস সুপার তদন্তের স্বার্থে যাকে পৌছে দিত সেই ব্যাক্তির নাম বলতে চাইনি। ধৃত ছাত্র মোস্তারুল ইলসলামকে শনিবার আদালতে তোলা হলে পুলিস ১৪দিনের পুলিসি হেফাজতের আবেদন জানাবে বলে জানিয়েছেন পুলিস সুপার মুকেশ কুমার। অন্যান্য পিস্তল গুলি মালদায় তৈরী বলে জানা গেলেও ৭.৬৫mm পিস্তলগুলি মুঙ্গের থেকে আনা বলে জানা গিয়েছে।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট