পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুতে ঘিড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়


রবিবার,১৯/০৮/২০১৮
483

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুতে ঘিড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে শিলিগুড়িগামী একটি আসবাবপত্র বোঝাই পিক আপ ভ্যান সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই পিক আপ ভ্যানে থাকা ওই ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় পিক আপ ভ্যানের চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িদুটিকে আটক করলেও পিক আপ ভ্যান থেকে মৃতদেহ বের করতে না পেরে খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। রাস্তায় লেগে থাকা রক্ত ও পড়ে থাকা কাচের টুকরো জল দিয়ে পরিষ্কার করে দেয় দমকলকর্মীরা। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট