গঙ্গা মিশনের উদ্যোগে গঙ্গা-হরিৎ অভিযান


রবিবার,১৯/০৮/২০১৮
512

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: হুগলি জেলাজুড়ে গঙ্গা মিশনের উদ্যোগে গঙ্গা-হরিৎ অভিযান ঝড়ের গতিতে এগিয়ে চলেছে।পরিবেশকে দূষন মুক্ত রাখতে জোর দেওয়া হয়েছে সবুজায়নে।সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে হচ্ছে সচেতনতার বার্তা।সেই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা।ধারাবাহিক এই কর্মযজ্ঞে এদিন বর্ষাস্নাত রবিবাসরীয় সকালে কোন্নগরে একাধিক সামাজিক প্রকল্পে যুক্ত করা হয় স্থানীয় প্রশাসন ও ছাত্রছাত্রীদের। বিতরন করা হয় কয়েক হাজার গাছ। এছাড়াও এলাকার সাতটি স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পরিশুদ্ধ পানীয় জলের মেশিন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে গঙ্গা মিশনের রাষ্ট্রীয় মহাসচিব প্রহ্লাদরায় গোয়েঙ্কা গঙ্গা দূষন বন্ধ করতে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের আরও বেশি করে সচেতন হওয়ার আহ্বান জানান।পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে মানুষেন অবিবেচক কাজে, মন্তব্য করেন তিনি।

কোন্নগর পুরসভার চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান গৌতম দাস সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বাপ্পাদিত্যবাবু বলেন, পরিবেশ রক্ষার কথা ভেবে কোন্ননগর পুর এলাকায় গাছ কাটার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন তাঁরা।গঙ্গা মিশনের কাজকর্মের ভূয়শী প্রশংসা করেন তিনি।

এদিন পাখিদের নিরাপদ আশ্রয়ের কথা ভেবে পাখির বাসাও বিতরণ করা হয়।এই অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট