কেরলের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিলে এক মাসের বেতন বাম বিধায়কদের


সোমবার,২০/০৮/২০১৮
649

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বিধ্বংসী বন্যায় বিধ্বস্ত বাম শাসিত কেরল। গত ১০০ বছরে কেরলে এমন ভয়াবহ বন্যা হয়নি বলেই মত পরিবেশ বিশেষজ্ঞদর। ইতিমধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে কয়েকশো মানুষের।নিঁখোজ মানুষের সংখাও হু হু করে বাড়ছে। কেরলে কাজ করতে গিয়ে এরাজ্যের নদিয়ার এক যুবকেরও মৃতুর ঘটনা ঘটেছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক লক্ষ মানুষ। কেরলের দুর্গত মানুষদের সাহায্যার্থে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বসে নেই এরাজ্যের বামেরাও। সিপিএমের রাজ্য সম্পাদক সূৃর্যকান্ত মিশ্রের নির্দেশে কলকাতা সহ জেলায় জেলায় ত্রাণ সংগ্রহে নেমে পড়েছেন দলের নেতা কর্মীরা। এবার বাম বিধায়করাও এগিয়ে এলেন কেরলের দুর্গত মানুষের পাশে। বাম পরিষদীয় দলের সিদ্ধান্ত তাঁরা তাঁদের এক মাসের বেতন কেরলার বন্যা দুর্গতদের জন্য ত্রান তহবিলে দান করবেন।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট