সেবাদীপ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেবাদীপ স্পোর্টস অ্যাকাডেমিতে আজ ২১ আগস্ট সকাল থেকে শুরু হলো অনুশীলন। গত ১২ আগস্ট মুরারি সুর, নবাব ভট্টাচার্যের মতো ক্রীড়া ব্যক্তিত্বের উপস্থিতি সুচনা হয়েছিল দুঃস্থ দের জন্য এই অ্যাকাডেমির।
প্রথম দিনের অনুশীলনে উপস্থিত হয়েছিল প্রায় ১৫ জন কচিকাঁচা। সপ্তাহে ৩ দিন করে হবে এই অ্যাকাডেমির অনুশীলন। স্কুলের পরীক্ষা থাকায় বাকিরা উপস্থিত থাকতে পারেননি। অ্যাকাডেমির কোচিংয়ের দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ দে ও বিশ্বজিৎ সাহা। প্রথম দিনেই খুদেদের কোচিং করিয়ে খুশি তারা। ছোট ছোট ছেলেদের উৎসাহ দেখে খুশি উদ্যোক্তারাও।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ
Auto Amazon Links: No products found.