প্রিয় শিক্ষককে বাঁচাতে পথে নামল ছাত্র ছাত্রীরা


মঙ্গলবার,২১/০৮/২০১৮
707

বাংলা এক্সপ্রেস---

কাশীপুর: লিভারের কঠিন রোগে আক্রান্ত প্রিয় শিক্ষককে বাঁচাতে পথে নেমে চাঁদা সংগ্রহ করছে ছাত্র ছাত্রীরা। মন্দির ও মসজিদে চলছে তার জন্য প্রার্থনা। বছর তেতাল্লিশ এর অসুস্থ শিক্ষক এর নাম পলাশ গঙ্গপাধ্যায়। কাশীপুর কিশোরভারতী বিদ্যালয় এর শিক্ষক তিনি। এদিন স্কুলের প্রধান শিক্ষক জানান তিনি এই স্কুলের অন্যতম প্রতিস্টাতা। স্কুলের জন্য তার অবদান ভোলার নয়। তাকে সুস্থ করে তোলার জন্য সকাল থেকে বিল হাতে পাড়ায় পাড়ায় ঘুরছে ছাত্র ছাত্রীরা। এছাড়া প্রিয় শিক্ষকের জন্য চিন্তিত শুভানুধ্যায়ীরা। লিভার প্রতিস্থাপন এর জন্য বিপুল অর্থের প্রয়োজন তাই ছাত্র ছাত্রীরা এলাকার মানুষ জন অভিভাবক এর কাছে সাহায্য প্রার্থনা করছেন। অসুস্থ শিক্ষক বাঁচাতে এই ভাবেই এক হয়েছে কাশীপুরের দুই সম্প্রদায়। তার মঙ্গল কামনা করছেন ছাত্র ছাত্রীরা। শান্ত নিরীহ এই শিক্ষকের জন্য সর্বস্তরে আবেদন জানিয়েছে স্থানীয় মানুষজন।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট