হাওড়ার ফোরশোর রোডের জুটমিলে আগুন


মঙ্গলবার,২১/০৮/২০১৮
418

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থ্যা ভালো হওয়ায় সহজেই জুট মিলের আগুন নেভানো গেল বলে অভিমত দমকল কর্মীদের। মঙ্গলবার বিকেলে আগুন লাগে হাওড়ার ফোরশোর রোডের ফোর্ট উইলিয়াম জুট মিলের বিজয় শ্রী লিমিটেডে। মিলের তৈরী চটের গুদামে আগুন লাগে। শুকনো চটের বস্তার আগুন দ্রত চিয়ে পড়তে থাকে। গুদামের ওপরের তলায় সেলাই বিভাগে সেই সময়ে কাজ করছিলেন কর্মচারীরা। মিল কর্তিপক্ষ প্রথমেই তাঁদের সেখান থেকে নামিয়ে আনেন। দক খর দেওয়ার পাশাপাশি নিজেরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। মিলের ভেতরে থেকে একটি জলাশয় থেকে পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে জলের ব্যবস্থ্যা থাকায় দমকলের বেশী ইঞ্জিনের প্রয়োজন হয়নি বলে দমকলসুত্রে জানা যায়। অগ্নীকান্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হছে বে প্রাথমিকভাবে অনুমান। আগুন লাগার কারণ ক্ষতিয়ে দেখছে দমকল।

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট