হরিহরপাড়া: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার সর্বঙ্গপুর, তরতিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী, নাম সুলেখা খাতুন বয়স সবে ১৭ বছর। আগামী ২৪শে আগষ্ট সুলেখার বিয়ে ঠিক হয়, পাশের গ্রাম তরতিপুর কালিতলাপাড়া এলাকায়। ছেলের নাম শাজাহান সেখ পেশায় রাজমিস্ত্রি। সমাজ কল্যাণ আধিকারিক শ্যামসুন্দর বাবু গোপনে খবর পেয়ে সুলেখার বাড়িতে গিয়ে তার পরিবারকে বাল্য বিবাহের সুফল এবং কুফলসম্পর্কে বোঝান। সুলেখা ঘটনাটা শোনার পর সমাজ কল্যাণ আধিকারিক শ্যামসুন্দর বাবুকে বলেন আমি এখন লেখাপড়া করব আর বিয়ে করব না। তাই বলে ওই ছাত্রীমুচলেখা দেয়। এবং ওই ছাত্রীর পরিবারও জানায় যে মেয়ের পূর্ণাঙ্গ বয়স না হওয়া পর্যন্ত তারা বিয়ে দেবেন না।