ঝুলন যাত্রার উদ্বোধনে পৃথিবী রক্ষার আহ্বান


বুধবার,২২/০৮/২০১৮
967

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: ঝুলন যাত্রা উৎসবের সূচনা হল নদিয়ার চাকদার নিখরগাছিতে। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট পরিবেশ কর্মী তথা পৃথিবী গবেষক মাইকেল তরুণ। এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক সুনীত গোপ, কবি ও সাহিত্যিক সুখেন্দু সেনগুপ্ত, কবি নীতিশ মল্লিক, স্থানীয় সমাজসেবী অর্জুন কুমার মল্লিক, সুশীল বাগ, সাংবাদিক সৌমিত্র শিকদার, সমীর দাস প্রমুখ। মাইকেল তরুণ প্রকৃতি রক্ষায় সকলকে সচেতন হওয়ার আবেদন জানান। পৃথিবীকে বাঁচাতে সকলকে আরও অগ্রণী ভূমিকা নেওয়ার কথা বলেন তিনি। মানবাধিকার কর্মী সুনীত গোপ কেরলের বন্যার প্রসঙ্গ উল্লেখ করে পরিবেশ রক্ষায় মানুষকে আরও যত্নশীল হওয়ার কথা বলেন।এদিন গরীব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আয়োজক নিখরগাছি নবজাগরণ সংঘের পক্ষ থেকে। ক্লাব কর্তা বিভাস মল্লিক ও সমর সাঁতরা বলেন, সারা বছর ধরে তাঁরা সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকেন। এদিন অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক বিকাশ ঘোষ।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট