দাঁড়িয়ে থাকা ম্যটাডোরে ধাক্কা ভারী গাড়ির


বুধবার,২২/০৮/২০১৮
480

সুমন করাতি---

ব্যান্ডেল: দাঁড়িয়ে থাকা ম্যটাডোরে ধাক্কা ভারী গাড়ির। ঘটনায় ওই ম্যাটাডোর রাস্তার পাশের একটি পাকা স্টেশনারী দোকানে ঢুকে যায়। ব্যাপক ক্ষতি হয় ম্যাটাডোর সহ ওই দোকানের। আজ সকালে খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে ওই এলাকায়। উত্তেজিত জনতারা ঘটনাস্থলে ভীর জমান। দোকান মালিকের বক্তব্য অনুযায়ী তার ক্ষতির পরিমান কয়েকলক্ষ টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল মোড় এলাকায়। স্থানীয় সুত্রে জানা প্রতিদিনকার ওই মাছ বহনকারী ম্যটাডোর গাড়িটি জিটি রোডের পাশে দাঁড়িয়ে ছিলো। ভোররাতে কোন ভারী গাড়ি ওই ম্যটাডোরে ধাক্কা মারলে এই বিপত্তি। যদিও ঘটনার পর ঘাতক গাড়ি চালক সহ পলাতক। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট