পেটের টানে বিদেশে গিয়ে খুন হলেন এক নির্মাণ শ্রমিক


বুধবার,২২/০৮/২০১৮
711

বাংলা এক্সপ্রেস---

নদিয়া: আবারও পেটের টানে বিদেশে গিয়ে খুন হলেন এক নির্মাণ শ্রমিক। গত ৮ ই আগস্ট দুবাই তে খুন হন এই শ্রমিক। মঙ্গলবার সকালে তার দেহ গ্রামে ফিরলে কান্নায় ভেঙে পরে পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায় নদিয়ার হোগলবেরিয়া থানার সীমান্তবর্তী জামসেরপুর ১ নম্বর পঞ্চায়েতের কুচাইডাঙ্গা মধ্যপাড়ার বাসিন্ধা নির্মাণ শ্রমিক মহিবুল খান ৩৮ দেড় বছর আগে দুবাই গিয়েছিলেন পেটের টানে। বাড়িতে স্ত্রী ২ পুত্র সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার তাগিদে। সেখানে মহিবুলের সাথেই থাকতেন আর এক নির্মাণ শ্রমিক মুর্শিদাবাদ এর জলঙ্গি থানার সিটানাগর এর বাসিন্ধা কাবাতুল্লা মন্ডল।

৯ ই আগস্ট হটাৎ ই মহিবুলের ফোন থেকে মহিবুলের বাড়িতে ফোন করে কাবাতুল্লা জানান সেখানে খুন হয়েছেন মহিবুল। আকাশ ভেঙে পড়ে পরিবারে। মহিবুলের দাদা আলম খান ছোটাছুটি শুরু করেন এলাকার জনপ্রতিনিধি দের কাছে। খবর পেয়ে বাড়িতে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রফিক খান। সমস্ত বিষয় টা তিনি জানান স্থানীয় বিধায়ক মহুয়া মৈত্র কে। অবশেষে মহুয়া র মূল উদ্যোগে মঙ্গলবার দেহ ফেরে বাড়িতে। প্রশ্ন ওঠে রাজ্যের গ্রামাঞ্চলে কাজের পরিস্থিতি নিয়ে। আর কতদিন বিদেশে পেটের টানে গিয়ে মৃত্যু দেখতে হবে আমাদের।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট