সারদা কান্ডে তলব ৪ আই পি এস অফিসারকে


বুধবার,২২/০৮/২০১৮
780

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: সারদা কান্ডে আবারও নড়েচড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে এই পর্যায়ে কোন রাজনৈতিক নেতাকে নয়, ডাক পড়ল রাজ্যের চার বাঘা আই পি এস অফিসারের। তার মধ্যে অন্যতম কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর, সারদা কান্ডে আই পি এস রাজীব কুমার সহ চার জন আই পি এস অফিসার কে তলব করলো সি বি আই। সি বি আই সূত্রে খবর কলকাতা পুলিশের ডি জির কাছে ই মেইল মারফত রাজীব কুমার, বিনীত কুমার গোয়েল, অবসরপ্রাপ্ত সি আই ডি কর্তা এবং রেল এর কর্তা আই পি এস তমাল বসুকে তলব করা হয়ে। এই মাসের ২১ থেকে ২৪ তারিখের মধ্যে সিবিআই দফতরে আসার কথা বলা হয়েছে।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট