তৃণমূল ভবনে দলের সাংস্কৃতিক সেলের কমিটি গঠন


বুধবার,২২/০৮/২০১৮
701

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রাজ্যে ক্রমশ পায়ের তলার মাটি তৈরীতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ পদ্ম রাজনীতির প্রথম সারিতেও পৌঁছেছেন। তাঁদের মধ্যে উল্লযোগ্য রূপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায়, জয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বাংলা চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন তারকা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, মন্ত্রী। এবার বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এইসব তারকাদের সামনের সারিতে রাখতে চলেছে মা- মাটি-মানুষ এর শীর্ষ নেতৃত্ব। বুধবার দলের এইসব তারকাদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।ছিলের দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সী। এদিনের বৈঠকে ইন্দ্রনীল সেনকে মাথায় রেখে একটি কমিটি হয়েছে বলে জানা গিয়েছে।

সাত জনের কমিটি। এই কমিটির কথা জানালেন ভুমির সৌমিত্র।তৃনমূল ভবনের বৈঠক শেষে বিশিষ্টরা জানালেন সাম্প্রদায়িকতারর বিরুদ্ধে সরব হবেন তাঁরা।এদিনের বৈঠকে এসেছিলেন ইন্দ্রনীল সেন, চিরঞ্জিৎ, দেবশ্রী রায়, জুন মালিয়া ও কবি সুবোধ সরকার। ইন্দ্রনীল সেন কে মাথায় রেখে সাংস্কৃতিক ফ্রন্ট গঠন করল তৃণমূল কংগ্রেস ‌। রাজ্যের যেখানেই ধর্ম নিয়ে উস্কানির চেষ্টা করা হবে সেখানেই প্রতিবাদ করবে এই এই ফ্রন্ট। আজকের এই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি প্রমুখ।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট