সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্রের বিবৃতি


বুধবার,২২/০৮/২০১৮
800

বাংলা এক্সপ্রেস---

নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত কেরালার মানুষের পাশে দাঁড়াতে আমাদের পার্টির পক্ষ থেকে সারা দেশে অর্থ সংগ্রহের আবেদন জানানো হয়েছে। পশ্চিমবঙ্গেও গণ অর্থসংগ্রহের যে কর্মসূচী নেওয়া হয়েছে তাতে রাজ্যের সর্বত্র মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। দ্রুত ও জরুরী ভিত্তিতে কেরালার বন্যাদুর্গতদের কাছে সাহায্য পৌছে দেওয়ার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আগামী ২৫শে আগস্ট রাজ্যজুড়ে অর্থ সংগ্রহ দিবস হিসাবে পালন করতে হবে। ঐদিন রাজ্যের সব জেলায় সর্বত্র গণ অর্থ সংগ্রহের কর্মসূচী পালন করা হবে। এর জন্য পার্টির সর্বস্তরের কমিটিগুলিকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং পার্টির প্রতিটি শাখাকে গণ অর্থসংগ্রহে অংশ নিতে হবে। এই কর্মসূচীর পর ২৬শে আগস্টের মধ্যে সংগৃহীত অর্থ পশ্চিমবঙ্গ রিলিফ কমিটির নামে পার্টির রাজ্য দপ্তরে পাঠাতে হবে। এই কর্মসূচী সফল করে তুলতে রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি।

আগামী ২৬শে আগস্ট রাখী বন্ধন কর্মসূচী। ঐদিন রাজ্যের সব অংশের মানুষের মধ্যে সম্প্রীতি অটুট রাখতে এবং বিভেদকামী শক্তিগুলির অপচেষ্টাকে ব্যর্থ করে মানুষের ঐক্যকে শক্তিশালী করতে আমাদের পার্টির সঙ্গে যুক্ত গণসংগঠনগুলির কর্মীদের কাছে রাখী বন্ধন কর্মসূচী পালন করার আহবান জানানো হচ্ছে। রাজ্যের সব শহর ও জনবহুল এলাকাগুলিতে এই কর্মসূচী পালন করতে হবে।

২২শে আগস্ট, ২০১৮
কলকাতা

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট