নবান্নে পঞ্চায়েত নিয়ে বৈঠক শেষ, সার্বিক ক্ষেত্রে নজর দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর


বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
647

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পঞ্চায়েত সম্পর্কিত বৈঠক শেষ হল। বৈঠক শেষে পঞ্চায়েতের সার্বিক ক্ষেত্রে আধিকারিকদের নজর রাখার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেসব পঞ্চায়েত গঠন করা সম্ভব হয়নি সেইসব ক্ষেত্রে জেলা শাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত গঠন না হওয়ায় অনেক কাজ আটকে গেছে বলেও জানান তিনি। মমতার নির্দেশ জলবাহিত ও মশা বাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সে দিকে নজর রাখতে হবে।বর্ষায় রাজ্যের বিভিন্না জায়গার বাঁধ গুলির দিকেও নজর রাখার কথা বলেন। তিনি বলেন কোনভাবে যেন সাধারন মানুষ বিপাকে না পড়েন তা দেখতে হবে আধিকারিকদের।

উল্লেখ্য, আজ ২৩ অগস্ট নবান্ন সভাঘরে বৈঠক। বৈঠক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। বৈঠকে ডাকা হয়েছে পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দফতর, খাদ‍্য ও সরবরাহ দফতর, কৃষি দফতর, কৃষি বিপনন দফতরের মন্ত্রী ও আধিকারিকদের। ডাকা হয়েছে সব জেলার জেলাশাসক ও জেলা পরিষদের সঙ্গে যুক্ত অতিরিক্ত জেলা শাসকদের। মুখ্যমন্ত্রী, মুখ‍্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ এই চারটি দফতরের সচিবরাও। এছাড়াও ডাকা হয়েছে দু-একটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এর আধিকারীকদের। এই বৈঠক থেকেই মূলতঃ সদ‍্য গঠিত পঞ্চায়েত এর কাজ এর লক্ষ্য মাত্রা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট