চুঁচুড়া: বাবা মাকে বাড়ি থেকে উচ্ছেদ করে বাড়ির দখল নিয়ে তাতে প্রমোটারি করতে না পারায় ছেলে দলবল নিয়ে বেধড়ক মারধোর করল বাবা মাকে। গুরুতর জখম অবস্থায় বাবা শম্ভুচন্দ্র দাস বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মা গঙ্গা দাস তার ছোট ছেলে রঞ্জিত দাস, তার স্ত্রী দীপান্বিতা ও ছেলের শালা শিবনাথ দাসের বিরুদ্ধে বিরুদ্ধে পান্ডুয়া থানায় একটি মারধোর ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। বুধবার সন্ধ্যায় চরম অমানবিক এই ঘটনাটি ঘটে পান্ডুয়া থানার থৈপাড়া গ্রামে। ঘটনার পর এলাকার মানুষ গুণধর ছেলে ও তার স্ত্রীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে। পান্ডুয়া থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ছেলে রঞ্জিত দাস ও তার শালা শিবনাথ দাসকে গ্রেফতার করেছে।
ছেলে দলবল নিয়ে বেধড়ক মারধোর করল বাবা মাকে
শুক্রবার,২৪/০৮/২০১৮
463
সুমন করাতি ---