পঞ্চায়েতের এই রায় মানুষের জয়: মমতা


শুক্রবার,২৪/০৮/২০১৮
742

বাংলা এক্সপ্রেস---

নবান্ন: পঞ্চায়েত মামালায় সুপ্রিম কোর্টের রায়কে মানুষের জয় বলে আখ্যায়িত করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, “এটা গণতন্ত্রের জয়।” বিরোধী বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে এক হাত নেন তিনি। মমতা বলেন, জগাই মাধাই এবং বিদায় যেভাবে অসত্য কথা বলেছিল, রাজ্যের বিরুদ্ধে যে কুৎসা করেছে আজ এই রায় তার জবাব দিয়ে দিয়েছে। বাংলাকে অসম্মান করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, আমরা তো অধিকাংশ সিটেই জিতেছি। পঞ্চায়েত ভোটে বিরোধীদের বিরুদ্ধে জবর দখলের অভিযোগ এনেছেন মমতা। তাঁর কথায়, বেলপাহাড়িতে তো আমরা প্রার্থী দিতে পারিনি। ওখানে মোড়লরা দখল করে বসেছিল।

বিজেপি যা করছে তা তো মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী এদিন আরও ববলেন, কেউ কেউ হোয়াটস অ্যাপে মনোনয়ন জমা দেওয়ার দাবি তুলেছে তাও খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এদিনের সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

https://youtu.be/XHTmWW0QjJM

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট