রাগিং এর কারণে ইঞ্জিনিয়ারিং এর এক ছাত্রের আত্মহত্যা


শুক্রবার,২৪/০৮/২০১৮
669

সুমন করাতি---

হুগলি: ফের রাগিং এর কারণে ইঞ্জিনিয়ারিং এর এক ছাত্রের আত্মহত্যার ঘটনা উত্তাল হুগলির গুপ্তিপাড়া। বৃহস্পতিবার হুগলির গুপ্তিপাড়া সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং—এর দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র সুমন কর্মকার(২১)—এর রহস্যজনক মৃত্যু বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ হোস্টেলের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে সুমনকে ঝুলতে দেখে কলেজের অন্যান্য ছাত্ররা ও হোস্টেল কর্তৃপক্ষ ও কলেজ কর্তৃপক্ষ।

ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ সুমনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু পুলিশ আসার আগেই দরজা ভেঙে দেখা যায় সুমন ঝুলছে। পরে বলাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। হাওড়ার আন্দুলের ছেলে সুমন রীতিমতো মেধাবী ছাত্র। সে কেন আত্মহত্যা করতে যাবে এই প্রশ্ন কলেজের অন্যান্য ছাত্রদেরও মনে। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মৃতের বাবা ফটিক কর্মকার জানান তার ছেলে আত্মহত্যা করতে পারে না। ছেলে রাগিং—এর শিকার। তার অভিযোগ এর জন্য দায়ী কলেজেরই দুই সহপাঠী সাগর রাউত ও অরিন্দম।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট