বাঘে তুলে নিয়ে গেলো মৎস্যজীবীকে


শুক্রবার,২৪/০৮/২০১৮
468

বাংলা এক্সপ্রেস---

সুন্দরবনঃ বাঘে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। নিখোঁজ মৎস্যজীবীর নাম রণজিৎ হালদার , বয়স ৪৭। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের পঞ্চমুখানি জঙ্গলে। বৃহস্পতিবার বিকেলে জঙ্গলের পাড়ে কাঁকড়া ধরার সময় আচমকা একটি বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে রণজিৎ বাবুর উপর। তার আরও দুই সঙ্গী প্রকাশ হালদার ও স্বপন বিশ্বাস কিছু বুঝে ওঠার আগেই রণজিৎ হালদারকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যায় বাঘ। সঙ্গীকে ছাড়াই সেখান থেকে চলে আসতে বাধ্য হন বাকী দুই মৎস্যজীবী। এ বিষয়ে শুক্রবার সকালে স্থানীয় বনদফতরের বিট অফিসে জানানো হয়েছে। রণজিৎ বাবুর খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর।

বৃহস্পতিবার সকালেই গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের লাক্সবাগান গ্রাম থেকে তিন সঙ্গী মিলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের পঞ্চমুখানির জঙ্গলে। সেখানে মাছ কাঁকড়া ধরার সময় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার জঙ্গলে নেমে খাঁড়িতে কাঁকড়া ধরার সময় বাঘের কবলে পড়েন রণজিৎ হালদার। তাকে বাঘের মুখ থেকে বাঁচানোর চেষ্টা করেও সঙ্গীরা কিছুই করে উঠতে পারেন নি। রণজিৎ বাবুর খোঁজে বন দফতর তল্লাশি শুরু করলেও এখনো পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি ঐ মৎস্যজীবীর। এই ঘটনার খবর গ্রামে আসতেই সেখানে নেমে এসেছে শোকের ছায়া। এই মৎস্যজীবীদের বৈধ কাগজপত্র ছিল কিনা তাও ক্ষতিয়ে দেখছে বনদফতর। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার অন্যান্য মৎস্যজীবীরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট