কেরালার জন্য ত্রাণ সংগ্রহ করল অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের ভাঙড় শাখা


শনিবার,২৫/০৮/২০১৮
518

কাজী হাফিজুল---

ভাঙড়: বন্যায় ভেসে গেছে কেরালার চোদ্দোটির মধ্যে তেরোটি জেলা। অসহায় কেরালাবাসীর খাদ্য ,বস্ত্র ,ঔষধের জন্য নির্ভর করছে বিভিন্নভাবে আসা ত্রাণের ওপর। মানবিক দায়িত্ব সবাই কাঁধে তুলে নিয়েছে কেরালাবাসীর সাহায্য করার জন্য। বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা ত্রাণ পাঠাচ্ছেে কেরালায়। তারই অঙ্গ হিসেবে অল ইন্ডিয়া সুন্নাত অল জামাত ত্রাণ তহবিল গঠণ করেছে। তাই শুক্রবার অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের পিঠাপুকুরিয়া গ্রাম কমিটির পক্ষ থেকে কেরালা বন্যাদূর্গত মানুষদের জন্য ত্রাণ তোলার আয়োজন করা হয়। পিঠাপুকুর গ্রামে ঘুরে তারা এই সংগ্রহ করে এবং সন্ধ্যার পর থেকে পিঠাপুকর করেন।

প্রধান অথিতি হীসেবে উপস্থিত হন মাওলানা আকবর আলি রহমানি।তিনি বলেন, “অসহায় দুনিয়াবাসীর প্রতি সাহায্য করলে আল্লাহ তাদের সাহায্য করেন। ” উপস্থিত ছিলেন মাওলানা মোনায়েম হোসেন, তিনি অসহায় কেরালাবাসীর সাহায্য করার আবেদন করেন।পিঠাপুকুর গ্রাম কমিটির সহ-সম্পাদক কারিমুল ইসলাম বলেন, “অসহায় মানুষকে সাহায্য করাও একটি এবাদাত। “এছাড়া উপস্থিত ছিলেন পিঠাপুকুর গ্রাম কমিটির সভাপতি নসিম আলি, মিনহাজ উদ্দিন, আসকার, নাসির, রাসিদুল, আলামিন, অহিদুল, উসমান, সাকিরুল । পিঠাপুকুর গ্রাম কমিটির সম্পাদক সামসুজ্জামান বলেন, “আমরা আজকের যে ত্রাণ সংগ্রহ করেছি তা অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের সুপ্রিমো জনাব মুফতি আব্দুল কাইয়্যুম সাহেব হুজুরের হাতে তুলে দেব।” উল্লেখ্য অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের পক্ষ থেকে আগামী ২৯ শে আগষ্ট ত্রাণ নিয়ে যাবে মুফতি আব্দুল কাইয়্যুম. সাহেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল। দোওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট