জাতীয় সারমেয় দিবস পালন ক্যানিংয়ে


রবিবার,২৬/০৮/২০১৮
535

বাংলা এক্সপ্রেস---

ক্যানিং: রাস্তার পশুপাখির উপর অবহেলা,অত্যাচার না করে তাদেরকে ভালোবেসে কাছে টানুন এই বার্তা নিয়ে রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার ”ক্যানিং অ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশান” আয়োজিত এক পদযাত্রা হয়। এক অভিনব পদ যাত্রার মাধ্যমে জাতীয় সারমেয় দিবস পালিত হল।

স্থানীয় যুবক জয়ন্ত ঘোড়ুই বলেন “সত্যিই রাস্তায় যেভাবে পশুদের উপর অত্যাচার হয় তাতে করে “ক্যানিং অ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশান” যে উদ্যোগ নিয়ে সচেতনতা করছে খুবই ভালো উদ্যোগ,অন্যান্য পশুপ্রেমীদের এমন ভাবে কে এগিয়ে আসা উচিত”। ৪০ টি সারমেয় নিয়ে রায়বাঘিনী থেকে ক্যানিং পর্যন্ত দীর্ঘ প্রায় তিন কিমি রাস্তা পদযাত্রায় সামিল হন এলাকার মানুষজন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট