রাখি বন্ধনের উৎসবে সামিল নরেন্দ্র মোদি থেকে দিলীপ ঘোষ


রবিবার,২৬/০৮/২০১৮
461

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রবিবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল রাখি বন্ধন উৎসব। আর তাতে সামিল হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।বিজেপির পক্ষ থেকেও এই দিনটিতে দিল্লি থেকে কলকাতা সর্বত্রই নানা অনুষ্ঠান চলে সারা দিন ধরে। দিল্লিতে নরেন্দ্র মোদি যেমন রাখি পড়েন তেমনি কলকাতায় দিলীপ ঘোষ। আজ রাখি বন্ধনের দিনে বার বার ফিরে ফিরে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উদযাপনের ইতিহাস।বঙ্গভঙ্গে বাঙালীর অঙ্গচ্ছেদের পরিপ্রেক্ষিতে, অবন ঠাকুর তাঁর ” ঘরোয়া”-য় লিখেছেন-
“…. রবিকাকা একদিন বললেন, রাখিবন্ধন উৎসব করতে হবে আমাদের, সবার হাতে রাখি পরাতে হবে। ক্ষেত্রমোহন কথকঠাকুর খুব খুশি ও উৎসাহী হয়ে উঠলেন, বললেন, এ আমি পাঁজিতে তুলে দেব, এই রাখিবন্ধন উৎসব পাঁজিতে থেকে যাবে। …………
দিনুও ছিল সঙ্গে, গান গাইতে গাইতে রাস্তা দিয়ে মিছিল চলল…
…..’বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক, পূণ্য হউক, পুণ্য হউক হে ভগবান। ” তাই এই দিনে রাজনৈতিক নেতৃত্ব থেকে বিশিষ্টজন- সকলেরই বার্তা “আজকের দিনটি হোক ভালোবাসা ,সুসম্পর্ক আর সম্প্রীতির।আমাদের শপথ …….।”

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট