পুজোর সময় লোডশেডিং নয়, ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর


সোমবার,২৭/০৮/২০১৮
593

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: দুর্গোৎসবে যেন রাজ্যের কোথাও লোডশেডিং না হয়। বিদ্যুৎ কর্তাদের কড়া নির্দেশ দিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার এই নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। তাঁর বক্তব্য, সাধারন মানুষ থেকে পুজোউদ্যোক্তারা সমস্যায় না পড়ে সেই বিষয়ে ততপর হতে হবে বিদ্যুৎ দফতরকে। সেই কারনে পুজোর আগে বিদ্যুৎদফতরে প্রস্তুতি বৈঠক সেরে ফেলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল গুপ্তা অতিরিক্ত মুখ্য সচিব, WBSEDCL চেয়ারম্যান রাজেশ পান্ডে, PDCl এর মুখ্য প্রবন্ধক শান্তনু বসু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন দফতরের অন্যান্য আধিকারিকরা। ডাকা হয়েছিল সিইএসসি, ডিভিসি, এনটিপিসি, আইপিসিএল এবং অন্যান্য বিদ্যুৎববন্টন সংস্থার কর্মী, রেল ও কয়লা সরবরাহক সংস্থার আধিকারিকদের। মুলত বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত সকলকেই ডাকা হয় এদিন।

মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায় জানান,মানুষকে পুজোর সময় সুষ্ঠু পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়েই আজ মিটিং ডাকা হয়। মিটিং ফলপ্রসূ হয়েছে। কারন যারা বিদ্যুৎ সরবরাহ করছে এবং যারা কয়লা দিচ্ছেন প্রত্যেকটি কোম্পানী আশ্বাস দিয়েছে যে পুজোর সময় তারা প্রস্তুত থাকছে যাতে কোন সমস্যা না হয়। ডিভিসি কিছু আন্তরিক সমস্যা থাকা স্তত্বও তারা প্রস্তুত থাকবে বলে আশ্বাস দিয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট