মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসক বসতে চলেছে চন্দননগর পুরনিগমে


সোমবার,২৭/০৮/২০১৮
455

সুমন করাতি---

মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসক বসতে চলেছে চন্দননগর পুরনিগমে। এই সংক্রান্ত নির্দেশিকা পুরমন্ত্রী ও চন্দননগরের মেয়রের কাছে চলে গিয়েছে বলে খবর মিলেছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই কলকাতায় একটি বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন হুগলি জেলার পর্যবেক্ষক অরুপ বিশ্বাস, জেলা সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত, জেলার দুই কার্যকরি সভাপতি তথা মন্ত্রী অসীমা পাত্র ও প্রবীর ঘোষাল, মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই বৈঠকে পুরনিগমের দূর্নীতি ও দলের অর্ন্তদন্দ্ব নিয়ে চরম সিদ্ধান্ত হয়। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রীকে দলের তরফে একটি চিঠি লিখে গোটা বিষয়টি জানান হয়। এরপর মুখ্যমন্ত্রী চন্দননগর পুরনিগমের বোর্ড ভেঙে প্রশাসক বসানোর নির্দেশ দেন। সেই নির্দেশিকা ইতিমধ্যেই পুরমন্ত্রী ও চন্দননগরের মেয়রের কাছে পৌছে গিয়েছে বলে খবর। সেটা সরকারী ভাবে ঘোষনা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই ঘোষনা দুই-এক দিনের মধ্যেই হয়ে যাবে। তবে এবিষয়ে পুরোনিগমের মেয়র পারিষদ সদস্য পার্থ দ্ত্ত অত্যন্ত বলেন এটা অস্বীকার করা উচিত নয় যে আমাদের কারোর কারোর মধ্যে অত্যন্ত দম্ভ তৈরী হয়েছিলো।যার ফলস্বরুপ এই দিন দেখতে হলো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট