ঝাড়গ্রাম: হাইটেনশন তারে হাত লেগে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঝাড়গ্রামের সত্যবানপল্লি এলাকার। মৃতের নাম বিশ্বদীপ রাউথ। বিশ্বদীপ বন্ধুদের সঙ্গে খেলতে যায়। খেলতে গিয়ে তার হাত হাইটেনশন তারে লেগে যায়। ঘটনাস্থানেই মৃত্যু হয় বিশ্বদীপের।বিশ্বদীপ বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল। এরপর সে লুকোনোর জন্য দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে পড়ে। ট্রাকের উপর দিয়ে যাচ্ছিল একটি হাইটেশন তার। সেখানেই হাত লাগে যায়। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার।
ঝাড়গ্রামে হাইটেনশন তারে হাত লেগে মৃত্যু কিশোরের
সোমবার,২৭/০৮/২০১৮
325

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: