হাওড়া: হাওড়ার শ্যামপুরের ধান্দালী গ্রাম পঞ্চায়েত বোড গঠন ঘিরে উত্তেজনা, তৃনমুল বোড় গঠন করার পরই তৃনমুলের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তৃনমুলের হাওড়া জেলা সভাপতি বিধায়ক পুলক রায়কে লক্ষ্য করে ইট বৃষ্টি, ঘটনা জেরে উত্তেজনা এলাকায় ব্যাপক বোমাবাজি।