পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ক্যানিংয়ে


মঙ্গলবার,২৮/০৮/২০১৮
494

বাংলা এক্সপ্রেস---

ক্যানিং: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং ১নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল কংগ্রেস ও নির্দল তথা যুব তৃণমূল কর্মীদের মধ্যে কোন্দলের জেরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। দু পক্ষের মধ্যে কারা এই পঞ্চায়েতের বোর্ড গঠন করবে তা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত হয়। এর ফলে কার্যত ক্যানিংয়ের সাতমুখী বাজারে নির্দল তথা যুব তৃণমূল কংগ্রেসদের একটি দলীয় কার্যালয় ভাঙচুর ও কয়েকজন কর্মীকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

পাল্টা তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। ঊল্লেখ্য এদিন এই পঞ্চায়েত সদস্যদের নিয়ে প্রধান ও উপপ্রধান গঠনের জন্য ভোটাভুটি হলেও উচ্চ আদালতের নির্দেশে সেই ফল ঘোষণা করেননি বিডিও নীলাদ্রী শেখর দে। এক জয়ী পঞ্চায়েত সদস্যের নিখোঁজ থাকার অভিযোগ উচ্চ আদালতে জমা পড়ার কারণেই এই ফল ঘোষণায় স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট