হাওড়া: হাওড়ার জেলার জয়পুর থানার আমতা-২ ব্লকের অমরাগড়ি গ্ৰমপঞ্চায়েত এলাকার ঘনশামচক দক্ষিণ পাড়ায়। বাঁশের উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে নৃত্য দিন রাস্তা পারাপার চলছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ বহুদিন ধরে আমতা সেচ দপ্তরের কাছে আবেদন করেছি একটি কাঠের সেতুর নির্মানের জন্য। আজ অবধি কোনো সুরাহা পায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান,হাটে বাজারে ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা নৃত্য দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এলাকার বিশিষ্ট সমাজসেবী বাবু হক জানান আমরা আশাবাদী মা মাটি মানুষের সরকার আমাদের এই কঠের সেতু নির্মাণ করবে।