কলকাতা: সাত সকালে আগুন লাগার ঘটনা ঘটল মনি স্কয়ার। এই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়।স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ছটা নাগাদ মনি স্কয়ারের ফার্স্ট ফ্লোর এর স্টোররুমে এই ঘটনা ঘটে। শর্ট সার্কিট এর ফলে আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান। স্মোক ডিটেক্টর বেজে ওঠায় নিরাপত্তা রক্ষীরা বিষয়টি জানতে পেরে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কোন হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে ফুল বাগান থানার পুলিশ পৌঁছায়।
মনি স্কয়ারে সাত সকালে অাগুন ঘিরে আতঙ্ক
বুধবার,২৯/০৮/২০১৮
553

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: