ঝাড়গ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার এক


বুধবার,২৯/০৮/২০১৮
547

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হল CPI(M)-র দুবড়া এরিয়া কমিটির সদস্য তাপস মল্লিককে। তাপসকে ২০০২ সালে তৃণমূল নেতা চন্দনের বাবা মোহিনীমোহন ষড়ঙ্গীকেও খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তার জামিন হয়েছে। অভিযোগ, বাবার মত একই কায়দায় ছেলেকেও খুন করেছে তাপস। আজ তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। যদিও তাপস জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সে যুক্ত নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই খুন হয়েছে চন্দন।

সকালে মৃতদেহ উদ্ধারের পর মৃত চন্দনবাবুর দাদা প্রসূন ষড়ঙ্গীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জামবনি ও ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত শুরু করা হয়। প্রসূনবাবু অভিযোগ করেছিলেন CPI(M)-র তাবড় নেতারা BJP-র মদতে এই কাণ্ড ঘটিয়েছে। তাঁর বাবাকে ২০০২ সালে যারা খুন করে পুড়িয়ে মেরেছিল তারাই এই ঘটনায় অভিযুক্ত। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামা দুই থানার পুলিশ CPI(M)-র দুবরা এরিয়া কমিটির সদস্য তাপস মল্লিককে গ্রেপ্তার করে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট