মোমো আতঙ্ক ছড়িয়ে পড়ছে কোলকাতা সহ বিভিন্ন জেলায়


বুধবার,২৯/০৮/২০১৮
773

সুমন করাতি---

হুগলী: মোমো আতঙ্ক ছড়িয়ে পরেছে কোলকাতা সহ বিভিন্ন জেলায়। অভিযোগও হয়েছে বিভিন্ন থানায়, কি এই মোমো গেম তা জানেন না সাধারন মানুষ থেকে ছাএ ছাএীরা, এই গেম কি ভাবে আসে মোবাইলে এবং এলে কি করতে হবে, কি ধরনের নাম্বার থেকে আসে এই সব নিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেট ও শ্রীরামপুর থানার যৌথ উদ্যগে হুগলী জেলার বিভিন্ন স্কুলে সচেতন শিবির চলছে। আজ এই মোমো নিয়ে সচেতন শিবির দেখা গেলো শ্রীরামপুরের একটি স্কুলে, ছাএ ছাএী সচেতনের পাশাপাশি এই ধরনের কিছু মোবাইলে এলে সঙ্গে সঙ্গে স্থানীও থানায় জানাবার পরামর্শদেন তারা। এই সচেতন শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের ADCP অম্লান ঘোষ এবং শ্রীরামপুর থানার আইসি নন্দদুলাল ঘোষ।

https://youtu.be/eAPC6rpuTk8

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট