মেদিনীপুর শহরে বসল ধ্যানচাঁদের মুর্ত্তি


বুধবার,২৯/০৮/২০১৮
720

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: কলকাতার পর মেদিনীপুর শহরে বসল হকির জাদুকর ধ্যানচাঁদের পুর্নাবয়ব মুর্ত্তি। ধ্যানচাঁদের জন্মদিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে সারাদেশ পালন করে থাকে। এই দিনে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর রোডে স্থাপিত  হয় হকি সম্রাটের পুর্নাবয়ব মুর্তি। পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংসদের উদ্যোগে মুর্তিটি স্থাপিত হয়। মুর্তিস্থাপন ও তাঁর জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায় মৃগেন মাইতি, শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, জেলা পরিষদ সদস্য নেপাল সিং, অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত)  প্রতীমা দাস, খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, সহ অন্যান্যরা। ছবি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট