কলকাতা: সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। চিটফান্ড তদন্তে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। সেই নির্দেশ মত বুধবার সল্টলেকের সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় দফতরে হাজর হন তিনি।উল্লখ্য, রোজভ্যালি কাণ্ডে ভেঙ্কটেশ ফিল্ম এর কর্ণধার শ্রীকান্ত মোহতাকেও তদন্তের স্বার্থে ডাক পাড়ড়েন গোয়েন্দারা। ভেঙ্কটেশ ফ্লিমের প্রযোজনায় বেশ কয়েকটি সিনেমা তৈরী হয়েছিল। সেইসময় ওই সিনেমা তৈরীতে রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর কাছ থেকে টাকা নেওয়া হয় বলে গোয়েন্দা সূত্রের খবর। তাই তাকে তলব করেছে সিবিআই সূত্রের খবর এমনই।
সিবিআই দফতরে হাজিরা দিলেন শ্রীকান্ত মোহতা
বুধবার,২৯/০৮/২০১৮
485

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: