কলকাতা: নয়া মেট্রো স্টেশনে বসলো সুরক্ষা দরজা। সল্টলেকে সিটি সেন্টার থেকে সেক্টর ফাইভ রাস্তায় নবনির্মিত মেট্রো স্টেশনে বসলো অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন গেট। প্রথম পর্যায় সেন্ট্রাল পার্ক এবং করুনময়ী প্ল্যাটফর্মে বসানো হলো চীন থেকে আমদানি করা এই অটোমেটিক গেট। মেট্রো পরিষেবা চালুর আগেই প্রতিটা স্টেশনে এই গেট লাগানো হবে বলে জানান মেট্রোর ডিরেক্টর অনুপ কুমার টুডু। এই গেট বসাতে প্রতি স্টেশন পিছু আনুমানিক 5 কোটি টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি।