কেরলের দুর্গতদের জন্য ত্রাণ ভারত সেবাশ্রমকে তুলে দিল তৃণমূল মহিলা সদস্যরা


বৃহস্পতিবার,৩০/০৮/২০১৮
752

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: কেরল জুড়ে এখন চরম হাহাকার। মাথা গোজার জায়গাটুকু তলিয়ে গেছে জলের তলাই। বেঁচে থাকার জন্য রোজই নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বন্যা দুর্গত মানুষদের।একটু খাদ্যের জন্য কিংবা কাপড়ের জন্য ভরসা ত্রানের দিকে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে কেরলের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রানকার্যে নিয়োজিত রয়েছেন কয়েকশো স্বাচ্ছাসেবক ও সন্যাসী।শুকনো খাবার ও সামগ্রী বন্টনের পাশাপাশি রান্না করা খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত মানুষজনের হাতে।

দুর্গত এলাকায় পৌঁছতে না পারলেও কেরলের দুর্গত মানুষদের জন্য সামর্থ অনুযায়ী ত্রাণ সংগ্রহ করলেন কলকাতা পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। আর সেই ত্রাণ নিয়ে ভারত সেবাশ্রম সংঘের এই সেবামূলক কাজে নিজেদেরও যুক্ত করে নিলেন। মহিলা তৃণমূলেরর নেত্রী নীহারিকা মুখার্জীর নেতৃত্বে রাখি বন্ধন উৎসবের দিন থেকে বউবাজার এলাকায় ত্রাণ সংগ্রহ শুরু হয়েছিল। বুধবার রাতে একটি ম্যাটাডোর ভর্তি চাল, ডাল, ডেটল, জিওলিন, ব্লিচিং পাওডার, মিল্ক পাওডার,ওআরএস, মোমবাতি, দেশলাই, টুথ ব্রাশ, পেস্ট, বডি শপ সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিস বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে পৌঁছে দিয়ে আসেন। সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মনন্দ মহারাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।তাঁদের হাতেই ওই ত্রাণ সামগ্রী তুলে দেন নীহারিকা মুখার্জী সহ মহিলা তৃণমূলের কর্তারা। তৃণমূল মহিলা সদস্যদের এই সেবামূলক কাজে খুশি স্বামীজি। ওই তৃণমূলনেত্রী জানান, অল্প কয়েক দিনের মধ্যে এই ত্রাণ সংগ্রহ করেছেন তাঁরা। কোন নগদ অর্থ নয়, প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন । ভারত সেবাশ্রম সংঘের সেবামূলক কাজে উদ্বুদ্ধ তাঁরা, জানালেন নীহারিকা মুখার্জী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট