কেরালার বন্যা বিদ্ধস্ত মানুষের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব


বৃহস্পতিবার,৩০/০৮/২০১৮
824

সুমন করাতি---

কেরালার বন্যা বিদ্ধস্ত মানুষের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব লাল হলুদ ঐক্য,কোন্নগর-হিন্দমোটর শাখা। সকাল থেকেই কোন্নগর এলাকায় সমর্থক রা ঘুরে ঘুরে ত্রান সংগ্রহ করে।পথ চলতি মানুষ স্বেচ্ছায় হাত বাড়িয়ে দেয় সাহায্যের।টাকা,জামা কাপড়,ওষুধ যা সংগ্রহ হবে পুরোটাই ইস্টবেঙ্গল ক্লাব এর মাধ্যমে পাঠানো হবে। এদিন ছিলেন ক্লাব কর্মকর্তা মানস রায়, বিধায়ক প্রবীর ঘোষাল,ও পঞ্চায়েত প্রধান আছালাল যাদব।

https://youtu.be/ijhYeS5p_Ts

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট