ষষ্ঠ বর্ষ মুর্শিদাবাদ জেলা তৃণমূল মহিলা কংগ্রেস জেলা সম্মেলন অনুষ্ঠিত


বৃহস্পতিবার,৩০/০৮/২০১৮
443

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ বুধবার বহরমপুর রবীন্দ্রসদনে মাতঙ্গিনী হাজরা মঞ্চে ষষ্ঠ বর্ষ মুর্শিদাবাদ জেলা তৃণমূল মহিলা কংগ্রেস জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক প্রকল্প চালু করেছেন। তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, বিজেপি রাজ্যে খেলছে। ভাবছে বোমা, গুলি চালিয়ে বাংলায় সন্ত্রাস ছড়াবে। কিন্তু বাংলার মানুষ তাতে সায় দেয় নি। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিরোধীরা সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি ত্রয় আমাদের আইনজীবীর সমস্ত আর্গুমেন্ট গ্রহণ করেছেন। তাই চেচিয়ে, ভয় দেখিয়ে কিছু হবে না। যেটা করার সেটা প্রশাসনের দিক থেকে করা হবে।

এছাড়াওসম্মেলন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপার্সেন মালা রায়, রত্না দেনাগ ( মুর্শিদাবাদ-নদীয়া মহিলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক), মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি শাহনাজ বেগম এবং জেলা তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতৃত্ব।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট