চিকিৎসকের গাফিলতিতে রোগীমৃত্যুর জেরে এক বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর

হুগলি: চিকিৎসকের গাফিলতিতে রোগীমৃত্যুর জেরে এক বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনাটি হুগলির চন্দননগরের। মৃতের নাম রুনা ব্যানার্জি(৩৫)। তবে, এই বিষয়ে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।চন্দননগর তেলিনিপাড়া বারোয়ারিতলার বাসিন্দা ছিলেন রুনা ব্যানার্জি। গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ অসুস্থ হয়ে পড়লে চন্দননগরের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভরতি করা হয়। চিকিৎসক শান্তনু মুখার্জির অধীনে ভরতি হন তিনি।

অভিযোগ, গতকাল থেকে কোনও চিকিৎসাই হয়নি রুনা ব্যানার্জির। আজ সকালে তাঁর অবস্থার অবনতি হয়। এরপর রক্তের জন্য পরিবারকে খবর দেওয়া হয়। কিন্তু, সকাল ১১টা নাগাদ রক্ত আসার আগেই তাঁর মৃত্যু হয়।

মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকের সঙ্গে তাদের পরিবারের ভালো সম্পর্ক রয়েছে। তা সত্ত্বেও আগে থেকে তাদের কিছুই জানানো হয়নি। কী কারণে হঠাৎ রুনাদেবীর মৃত্যু হল নার্সিংহোমের তরফে তাও পরিবারকে জানানো হয়নি বলে অভিযোগ।সমর পুরকাইত নামে মৃতের এক আত্মীয় বলেন, “কাল রাতে রক্তের দরকার ছিল। কিন্তু, কোনও চিকিৎসাই হয়নি। সকালে রক্ত আসার আগেই ওর মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে চিকিৎসক দেখাও করেননি। আমরা এখনও থানায় কোনও অভিযোগ করিনি। কিন্তু, মৃত্যুর কারণ কী তা না জানালে আর চিকিৎসার রিপোর্ট আমাদের না দেখালে অভিযোগ দায়ের করা হবে।”

অভিযুক্ত চিকিৎসক শান্তনু মুখার্জির বক্তব্য, “রক্তশূন্যতার কারণেই হার্ট ফেল করে ওনার মৃত্যু হয়েছে।”

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

6 hours ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

6 hours ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

7 hours ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

7 hours ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

9 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: