সালমান খান কবে বিয়ে করবেন এই প্রশ্ন আজও ঘোরাফেরা করে অন্দরমহল। শুধু তাই নয় এই তারকাকে নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে বহুবার। সম্প্রতি এক রিয়ালিটি শোতে রানী মুখার্জি সালমান খান কে বিয়ে না করার প্রস্তাব দেন।শুধু তাই নয় তিনি মজার ছলে বলেন বিয়ে করার দরকার নেই,এবার বাচ্চার জন্ম দাও। এই সময় অনেক তারকা সেখানে উপস্থিত ছিলেন এই কথা শুনে তারা হেসে ফেলেন।আজও বলিউড এর আনাচেকানাচে সালমান খান এর বিয়ে নিয়ে নানান কথা শোনা যায়। কবে এই তারকা বিয়ে করবেন এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে একমাত্র তার কাছে!! সালমান খান তার ভক্তদের নানানরকম চমক দিয়েছেন বারবার। কিন্তু এবছর কি নতুন কোন চমক দেবেন তিনি সেটাই এখন দেখার।
সলমান খানকে বিয়ে না করার পরামর্শ দিলেন রানী মুখোপাধ্যায়
শুক্রবার,৩১/০৮/২০১৮
809
বাংলা এক্সপ্রেস---