চন্দ্রকোনায় ডান সন্দেহে একঘরে অাদিবাসী ব্যাক্তি


শুক্রবার,৩১/০৮/২০১৮
490

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:– মধ্যযুগীয় বর্বরতা ও কুসংস্কারের ছায়া দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রানীমাধবপুর গ্রামে। এই গ্রামের বছর ৫৫ এক ব্যাক্তি চৈতন্য মুর্মু কে ডান সন্দেহের অপবাদ দিয়ে অত্যাচার ও তাকে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে গ্রামেরই কয়েকজনের বিরুদ্ধে। গ্রামেরই সাতজনের নামে অভিযোগ জানিয়ে চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও অভিষেক মিশ্রর দ্বারস্থ হয়েছেন চৈতন্য মুর্মু। এদের মদতেই নিজের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকের মনেও ডান বলে সন্দেহের বিষ ঢোকানো হয়েছে। ফলে এদের কথায় বিশ্বাস করে নিজের স্বামীর সঙ্গে অশান্তি শুরু করেছে স্ত্রী শিমতী মুর্মু সহ শ্বশুরবাড়ির লোকজনও। শাশুড়ি সোনামনি হাঁসদাও তার জামাইকে গ্রামের লোকের কথায় অত্যাচার করছে বলে অভিযোগ উঠেছে এবং আলাদা থাকার নিদান দিচ্ছেন বলেও অভিযোগ।

গ্রামেই বছর চারেক আগেই একই এরকমই একটি ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিলো। তৎকালীন ঘাটালের মহকুমাশাসক খোদ এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন এবং ওই গ্রামেরই স্কুল গুলিতে সচেতনতার উদ্যোগ নিয়েছিলেন। ফের একই গ্রামে এইধরনের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনও।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট