মুর্শিদাবাদে ৮লক্ষ ৩হাজার টাকার জালনোট সহ গ্রেপ্তার দুই


শুক্রবার,৩১/০৮/২০১৮
475

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ- মুর্শিদাবাদে ৮লক্ষ ৩হাজার টাকার জালনোট সহ গ্রেপ্তার দুই। বুধবার সকাল ১১টা নাগাদ বহরমপুরে জেলা পুলিস সুপারের অফিসে মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার মুকেশ কুমার এক সাংবাদিক সম্মেলনে জানান যে জালনোট পাচারকারী চক্রে ধৃত ব্যাক্তিরা রহিম সেখ(২৩) এবং মিজান সেখ(৩৪)। প্রথম জনের বাড়ি বাংলাদের চাপাই নবাবগঞ্জ এলাকায় ৩এবং দ্বিতীয় জনের বাড়ি ঝাড়খন্ডের রাজমহল এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ২হাজার টাকার ৩৭৯টি জালনোট এবং ৫০০টাকার ৯০টি, মোট ৮লক্ষ ৩হাজার টাকার জালনোট উদ্ধার হয়। উল্লেখ্য চলতি বছরে মুর্শিদাবাদ পুলিস এখন পর্যন্ত ৭০লক্ষ টাকার জালনোট উদ্ধার করেছে। পুলিস সুপার আরও জানান যে ধৃত মিজান সেখ বাংলাদেশ এবং ঝাড়খন্ড এই দুই দেশের বাসিন্দা বলে তারা জানতে পেরেছে।

https://youtu.be/R5M9gd_wllA

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট