স্কুলের সামনে গোলাকার বস্তু পড়ে থাকা নিয়ে বোমাতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে


শুক্রবার,৩১/০৮/২০১৮
529

বাংলা এক্সপ্রেস---

রায়গঞ্জ : একটি স্কুলের সামনে গোলাকার বস্তু পড়ে থাকা নিয়ে বোমাতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ  শহরে। আতঙ্কিত হয়ে এলাকার বাসিন্দারা খবর দেন রায়গঞ্জ থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বেরিয়ার দিয়ে ঘিরে রাখা হয় বোমাকৃতি বস্তুটিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বস্তুটি বোমা কিনা তা পর্যবেক্ষন করতে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। মালদা থেকে বোম স্কোয়াড রওনা হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বিদ্যাচক্র স্কুলের গেটের সামনে বৃষ্টির জমা জলের মধ্যে বোমার আকৃতির একটি গোলাকার বস্তুকে ঘিরে ব্যাপক বোমাতঙ্ক ছড়িয়ে পরে। স্থানীয় বাসিন্দারা কাছেই থাকা শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশে খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাসসহ বিশাল পুলিশবাহিনী। বেরিয়ার দিয়ে ঘিরে ফেলা হয় বোমাকৃতি বস্তুটিকে। নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় স্কুলের ছাত্রছাত্রীসহ সাধারন মানুষকে।  খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে এলাকার বাসিন্দাদের মধ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট