মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে দ্বিতীয় বিভাগীয় ফুটবল লীগে চ্যাম্পিয়ন প্রকাশ একাদশ


শুক্রবার,৩১/০৮/২০১৮
475

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে দ্বিতীয় বিভাগীয় ফুটবল লীগ ২০১৮ গত ১৯.. সে জুলাই ২০১৮ তারিখে উদ্বোধন হওয়ার পর .. মহকুমার ৩২ দল দীর্ঘ দেড় মাস ধরে চলা লীগ এবং নকআউট পর্যায়ের খেলার পর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শালবনির জগন্নাথপুর প্রকাশ একাদশ এবং শালবনি খেলোয়াড় ফুটবল একাডেমি ,

শালবনির কৈমাতে নবনির্মিত স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে খেলায় প্রকাশ একাদশ ২ – ০ গোলে শালবনি খেরোয়াল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রকাশ একাদশ প্রথমার্ধে ১ – ০ গোলে এগিয়ে যায় ৩০ মিনিটে তপন মান্ডির করা গোলে , এরপর দ্বিতীয়ার্ধের খালা শুরু হলে দুই পক্ষের খেলা জমে ওঠে … দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রকাশ একাদশের বিষ্ণু রাই ৩৯ মিনিটে গোল করে দলকে ২- ০ এগিয়ে দেয় কিন্তু এতেও দমে যায়নি শালবনি খেরোয়াল একাদেমির খেলোয়াড়রা .. কিছুক্ষনের মধ্যেই শালবনির বাবলু হেমব্রম ১ গোল করে দলকে খেলায় ফেরায়, কিন্তু বার বার আক্রমণ করেও গোল করতে বার্থ হয় শালবনি

খেলার উদ্বোধনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ , বিধায়ক শ্রীকান্ত মাহাতো, এস.ডি.ও দিননারায়ণ ঘোষ, পঞ্চায়েত সমিতির বিদায়ে সভাপতি নেপাল সিংহ, ডি. এস.পি অপারেশন অতীশ বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিনয় দাসমাল সহ এলাকার বিশিষ্টজনেরা এবং জেলার ক্রীড়া ক্ষেত্রের কর্মকর্তাগণ … পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যেই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় ( আথলেতিক ) সফল মহকুমার – আভা খাটুয়া, জয়দেব দে, রুম্পা রাউল, তন্ময় ঘোষ, নীলেশ মাহাত, এবং দীপশ্রী মুদিকে পুরস্কৃত করা হয় – প্রথম বিভাগীয় ফুটবল লীগের চ্যাম্পিয়ন শ্রীদাম একাদশ এবং রানার্স ক্ষুদিরাম নগর সুভাষ কর্নার ক্লাবের হাতেও পুরস্কার তুলে দেয়া হয় .. যুবকল্ল্যান দপ্তর থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৯ টি দলকে ফুটবল প্রদান করা হয় .. খেলার বিরতির সময় আঙ্গিকম ডান্স একাডেমির প্রদর্শন দর্শকদের মনোরঞ্জিত করে …. সমস্ত প্রতিযোগিতা সুস্থভাবে সম্পন্ন হওয়ার জন্য মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই এবং সন্দীপ সিংহ সকলকে ধন্যবাদ জানান

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট