মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে দ্বিতীয় বিভাগীয় ফুটবল লীগে চ্যাম্পিয়ন প্রকাশ একাদশ

পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে দ্বিতীয় বিভাগীয় ফুটবল লীগ ২০১৮ গত ১৯.. সে জুলাই ২০১৮ তারিখে উদ্বোধন হওয়ার পর .. মহকুমার ৩২ দল দীর্ঘ দেড় মাস ধরে চলা লীগ এবং নকআউট পর্যায়ের খেলার পর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শালবনির জগন্নাথপুর প্রকাশ একাদশ এবং শালবনি খেলোয়াড় ফুটবল একাডেমি ,

শালবনির কৈমাতে নবনির্মিত স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে খেলায় প্রকাশ একাদশ ২ – ০ গোলে শালবনি খেরোয়াল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রকাশ একাদশ প্রথমার্ধে ১ – ০ গোলে এগিয়ে যায় ৩০ মিনিটে তপন মান্ডির করা গোলে , এরপর দ্বিতীয়ার্ধের খালা শুরু হলে দুই পক্ষের খেলা জমে ওঠে … দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রকাশ একাদশের বিষ্ণু রাই ৩৯ মিনিটে গোল করে দলকে ২- ০ এগিয়ে দেয় কিন্তু এতেও দমে যায়নি শালবনি খেরোয়াল একাদেমির খেলোয়াড়রা .. কিছুক্ষনের মধ্যেই শালবনির বাবলু হেমব্রম ১ গোল করে দলকে খেলায় ফেরায়, কিন্তু বার বার আক্রমণ করেও গোল করতে বার্থ হয় শালবনি

খেলার উদ্বোধনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ , বিধায়ক শ্রীকান্ত মাহাতো, এস.ডি.ও দিননারায়ণ ঘোষ, পঞ্চায়েত সমিতির বিদায়ে সভাপতি নেপাল সিংহ, ডি. এস.পি অপারেশন অতীশ বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিনয় দাসমাল সহ এলাকার বিশিষ্টজনেরা এবং জেলার ক্রীড়া ক্ষেত্রের কর্মকর্তাগণ … পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যেই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় ( আথলেতিক ) সফল মহকুমার – আভা খাটুয়া, জয়দেব দে, রুম্পা রাউল, তন্ময় ঘোষ, নীলেশ মাহাত, এবং দীপশ্রী মুদিকে পুরস্কৃত করা হয় – প্রথম বিভাগীয় ফুটবল লীগের চ্যাম্পিয়ন শ্রীদাম একাদশ এবং রানার্স ক্ষুদিরাম নগর সুভাষ কর্নার ক্লাবের হাতেও পুরস্কার তুলে দেয়া হয় .. যুবকল্ল্যান দপ্তর থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৯ টি দলকে ফুটবল প্রদান করা হয় .. খেলার বিরতির সময় আঙ্গিকম ডান্স একাডেমির প্রদর্শন দর্শকদের মনোরঞ্জিত করে …. সমস্ত প্রতিযোগিতা সুস্থভাবে সম্পন্ন হওয়ার জন্য মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই এবং সন্দীপ সিংহ সকলকে ধন্যবাদ জানান

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: