ডোমজুড় ব্যাংক কর্মী খুনের ক্লু একটা কাপড়ের টুকরো


শুক্রবার,৩১/০৮/২০১৮
853

আক্তরুল খাঁন---

হাওড়া: হাওড়া ডোমজুড়ে় ব্যাংক কর্মী পার্থ চক্রবর্তীর হাত-পা কাটা অবস্থায় বস্তায় উদ্ধার হয়েছিল বৃহস্পতিবার। মাথার খোঁজে এবার পুকুরের পুকুরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ডোমজুড়ের মাকড়দহ যেখান থেকে পারর্থ বস্তায় মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। তার আশপাশের পুকুরগুলিতে জাল ফেলে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি হচ্ছে পুলিশ কুকুর দিয়েও। বুধবার আড়াইটে নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খুনের কিনারা খুঁজে পাচ্ছে না পুলিশ।কে খুন করল?কেন খুন করল? এখনও ধন্ধে পুলিশ।

পার্থ চক্রবর্তীর ফোনের কল রেকর্ড ঘেঁটে জানা গেছে এক তরুণীর সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ ছিল। বুধবার ও ওই তরুণী বেলা ১২:৫০ নাগাদ ফোন করেছিলেন পার্থকে। ঠিক তার ১০ মিনিট পর পার্থর ফোনের সুইচ অফ হয়ে যায়। ওই তরুণীর খোঁজ চালিয়ে বৃহস্পতিবারই তাকে আটক করে জেরা করেছে ডোমজুড় থানা পুলিশ। কিন্তু তাকে জেরা করেও কোনো তথ্য পাননি পুলিশ। পার্থ দেহাংশ মিলেছে একটি কাপড়ের টুকরো ওই কাপড়ের সূত্র ধরেই পুলিশ এখন খোঁজ চালাচ্ছে।ওই ধরনের কাপড়ের টুকরা দর্জিদের কাছে থাকে।কোন দর্জির কাছ থেকে ওই কাপড় সংগ্ৰহ করেছিল তার খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট