কেবল লাইন সারাবার নামে মহিলার গয়না, মোবাইল সহ লাখ টাকা ছিনতাই


শনিবার,০১/০৯/২০১৮
2115

সুমন করাতি---

হুগলি: কেবল লাইন সারাবার নামে মহিলার গয়না, মোবাইল সহ লাখখানেক টাকা ছিনতাই। ঘটনাটি হিন্দমোটরের দেবাইপুকুর রোড এলাকার। মহিলাকে গলা টিপে ধরে ওই ব্যক্তি। আহত মীনাক্ষীদেবীকে উত্তরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।মীনাক্ষীদেবী জানান, গতকাল আবাসনের জানলা দিয়ে ওই ব্যক্তিকে কেবল লাইন সারাতে দেখেন। জিজ্ঞেস করায় ওই ব্যক্তি জানায়, সে সেটআপ বক্স সারাবে। এরপরই দরজা খুলে দেন তিনি। বেশকিছুক্ষণ বাদে তাঁর গলা টিপে ধরে সে। তিনি অজ্ঞান পড়েন। সেই সুযোগে সোনার গয়না, টাকা নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি।ফ্ল্যাটের সামনে মীনাক্ষীদেবীকে পড়ে থাকতে দেখে আবাসিকরা তাঁর স্বামীকে খবর দেন। গলায় ও চোখে চোট পাওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।

মীনাক্ষীদেবী জানান কেবলের তার ঠিক করতে এসেছে দেখে তাঁর সন্দেহ হয়নি। তবে ওই যুবককে দেখলে তিনি চিনতে পারবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট