সাইকেল চোর হতে সাবধান


শনিবার,০১/০৯/২০১৮
905

সুমন করাতি---

হুগলি: একটানা কিছুদিন ধরেই সাইকেল চুরির ঘটনা ঘটছিলো উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর কানাইপুরে। দিনকয়েক আগেই স্থানীয় বন্ধন ব্যাঙ্কের সামনে থেকে একটি সাইকেল চুরি হয়। প্রত্যেকটি ঘটনাই পুলিশকে জানালেও পুলিশ কোনটাতেই কোন কিনারা করতে পারেনি। ফলে সাইকেল চোর হতে সাবধান ছিলো সকলেই। আজ কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি সাইকেল চুরি করার সময় স্থানীয়দের হাতেনাতে ধরা পড়লো এক চোর বাবাজি। এরপরই চললো উত্তম-মধ্যম। পরে কানাইপুর ফাড়ির পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট