নাতির দুষ্টুমির কারণে গরম খুন্তি দিয়ে নাতিকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে ঠাকুমার বিরুদ্ধে


শনিবার,০১/০৯/২০১৮
614

সুমন করাতি---

হুগলি: নাতির দুষ্টুমির কারণে গরম খুন্তি দিয়ে নাতিকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে ঠাকুমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার আরবান্দি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে। ৭ বছরের বাবা মা হীন শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পাশাপাশি ঝাটা দিয়ে মেরে দড়ি দিয়ে বেঁধে রেখে দরজায় তালা দেয়ারও অভিযোগ উঠেছে।

বর্তমানে গ্রামবাসীদের সহযোগিতায় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় ওই শিশুকে। ঘটনার পর থেকে বেপাত্তা ঠাকুমা। বর্তমানে অনেকটাই অসুস্থ ঐ শিশুটি। সংবাদে জানা যায়,শিশুটির যখন বয়স ৬দিন তখন তার মা ছেড়ে চলে যায় ,তার এক বছরের মাথায় বাবা ও নিরুদ্দেশ হয়ে যান। তারপর থেকে ঠাকুমা ও জ্যাঠার কাছে মানুষ শিশুটি। গত শুক্রবার বিকালে খেলতে যাবে বলে বাড়ি থেকে বের হবার পর রাতে বাড়ি ঢুকতে দেরী করে। তাতেই ক্ষোভ গিয়ে পড়ে শিশুটির উপর । এরপর ঠাকুমা আকাশী নাথ গ্যাসে তালের বড়া ভাজছিলেন সেই গরম তেল শুদ্ধ খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে বলে অভিযোগ। এলাকায় সৃষ্টি হয়েছে ক্ষোভ। ঠাকুমার শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা। যদিও থানায় ঠাকুমার বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ দায়ের হয়নি।

https://youtu.be/ndxh2N90YR0

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট