বিবাহ বহিভুত সম্পকের জেরে যুবক যুবতীকে পোষ্টে বেঁধে মাথা ন্যাঁড়া করার অভিযোগ


শনিবার,০১/০৯/২০১৮
626

বাংলা এক্সপ্রেস---

বিবাহ বহিভুত সম্পকের জেরে যুবক যুবতীকে পোষ্টে বেঁধে মাথা ন্যাঁড়া করার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে, হাওড়ার শ্যামপুরের নাকোল পশ্চিম খাজনাবালা গ্রামের ঘটনা। জানা গেছে বেশকিছু ধরে খাজনাবালা গ্রামের বাসিন্দা সেখ মমতাজুল সাথে পাশের পাড়ার এক গৃহবধুর বিবাহবহিভুত সম্পকের জড়িয়ে পড়ে গতকাল পাড়ার এক জায়গাতে দেখে এক সঙ্গে দেখে ফেলে গ্রামবাসীরা, অভিযোগ তারপরই তাদের পোষ্টে বেঁধে রেখে মাথা ন্যাঁড়া করে দেওয়া হয়। ঘটনায় ২ জন কে আটক করেছে শ্যামপুর থানার পুলিশ।

https://youtu.be/8ZzGSimfJOI

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট