মৌলানার মহিলাকে মাপজোকের নামে শ্লীলতাহানির অভিযোগ


শনিবার,০১/০৯/২০১৮
593

বাংলা এক্সপ্রেস---

হুগলি: স্বামীকে মাদকাসক্ত থেকে মুক্তি দিতে মৌলানার দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। মাস দু’য়েকের মধ্যে গুনতে হয়েছে দুই লক্ষ টাকা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ ওই মহিলা তার বছর আটের পুত্র সন্তানকে নিয়ে বুজরুকি মৌলানার দ্বারস্থ হয়। টাকা চাওয়াতে চলে কথা কাটাকাটি। ইতিমধ্যে মৌলানা মহিলাকে বুঝিয়ে সুঝিয়ে তার ফেক চিকিৎসা শুরু করে দেয়। একটি দড়ি নিয়ে মহিলাকে মাপজোকের নামে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মাকে সেসময় ওই মৌলানার হাত থেকে মুক্তি দিতে জখম হয় ছোট্ট ছেলেটিও।

এরপর এলাকাবাসীরা ছুটে এলে চম্পট দেয় মৌলানা সেখ ইয়াসিন মন্ডল নামে ওই ব্যাক্তি। ক্ষিপ্ত জনতারা ভাঙচুর চালায় তার চেম্বারে। আজ দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার পিপুলপাতি এলাকায়। সেখানেই রয়েছে ওই মৌলানার ইসলামি দাবা খানা। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেননি কোলকাতা নিবাসী ওই মহিলা।

https://youtu.be/NdUDqMZDM8o

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট